নেত্রকোণা সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিকের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আনিছুর রহমান খান। বিদায়ী ইউএনও রেজওয়ানা কবির গত ৮ আগস্ট তাঁর শেষ কর্মদিবস পালন করার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
নতুন ইউএনও আনিছুর রহমান খানের আগমনকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিভিন্ন মহলের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা।
মো. আনিছুর রহমান খান একজন ৩৬তম বিসিএস ক্যাডার। তিনি হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাঁর শিক্ষাজীবন শেষ করেন। প্রশাসন ক্যাডারে যোগদানের পর তিনি সিলেটের হবিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।
পূর্বধলায় যোগদানের আগে তিনি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নেজারত ও ট্রেজারি শাখার দায়িত্ব পালন করেছেন।
মো. আনিছুর রহমান খান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
নতুন ইউএনও হিসেবে পূর্বধলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা কী হবে, তা জানতে মুখিয়ে আছেন এখানকার সাধারণ মানুষ।