আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনের নৌকার কান্ডারী হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিঠির টানা পাঁচবারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ খবরে আনন্দ মিছিল করেছে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ০৪:৩০ মিনিটে পূর্বধলা ষ্টেশন বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পূর্বধলা বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে নেত্রকোণা-৫ আসনের জন্য ৯ জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।
সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।