পূর্বধলায় এক কলেজের পাস করেনি কেউ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নেত্রকোনা জেলার পূ্র্বধলা উপজেলার খলিশাপুর স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খলিশাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল খায়ের। ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর স্কুল এন্ড কলেজ থেকে কেউ পাশ করেনি। এই কলেজে পাশের হার শূন্য। খলিশাপুর স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগে ১৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো।

ফলাফলের বিষয়ে খলিশাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল খায়ের জানান, ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো, তারা ১৯ জনই ফেল করেছে। কেন এমনটা হয়েছে বুঝতে পারছি না। ফলাফল থেকে পরবর্তীতে সতর্ক থাকবো। শিক্ষার মান বাড়ানো হবে। এ ব্যাপারে পূ্র্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক বলেন, খলিশাপুর স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে এবিষয়ে তিনি কিছুই জানেন না। জেনারেল শাখায় পূর্বধলা সরকারি কলেজ থেকে মোট ৯২৯ পরীক্ষার্থীর মধ্যে ৫৬৪ জন উত্তীর্ণ হয়েছে। এই কলেজে পাশের হার ৬০.৭১% এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১২ জন। এছাড়া হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ থেকে মোট ৭১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৩ জন উত্তীর্ণ হয়েছে। এই কলেজে পাশের হারঃ ৮৮.১৬ % মোট জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

এছাড়া উপজেলার জটিয়াবর মহাবিদ্যালয় থেকে মোট ২৯ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন উত্তীর্ণ হয়েছে। এই কলেজে পাশের হারঃ ১৭.২৪ % কোন জিপিএ-৫ নেই। রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ১২৪ পরীক্ষার্থীর মধ্যে ২০ জন উত্তীর্ণ হয়েছে। এই কলেজে পাশের হারঃ ১৬.১৩%। এই কলেজে কোন জিপিএ-৫ নেই।

আলিম পরীক্ষায় পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৪২জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। এই মাদ্রাসায় পাশের হার ৭৩%। কোন জিপিএ-৫ নেই। হিরণ্যপট্টি ফাজিল মাদ্রাসা থেকে মোট ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন উত্তীর্ণ হয়েছে। এই মাদ্রাসায় পাশের হার ৭১.৪২%। কোন জিপিএ-৫ নেই। মাথাং সিনিয়র আলিম মাদ্রাসা থেকে মোট ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। এই মাদ্রাসায় পাশের হার ৭১.৬০%। কোন জিপিএ-৫ নেই। আলিপুর মাদ্রাসা থেকে মোট ২২জন শিক্ষার্থীদের মাঝে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। এই মাদ্রাসায় পাশের হার ৭৭.৭০%। কোন জিপিএ-৫ নেই। এদিকে এইচএসসি বিএম শাখায় পূর্বধলা সরকারি কলেজ থেকে মোট ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭১ জন উত্তীর্ণ হয়েছে। এই কলেজে এইচএসসি বিএম শাখায় পাশের হার ৯৮.২৮%। এই কলেজে বিএম শাখায় জিপিএ-৫ পেয়েছে ৫ জন পরিক্ষার্থী। জটিয়াবর মহা-বিদ্যালয় থেকে মোট ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এই কলেজে এইচএসসি বিএম শাখায় পাশের হার ৯১.৬০%। কোন জিপিএ-৫ নেই। এছাড়াও ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৮০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১০০ ভাগ পাস করার গৌরব অর্জন কর। এই স্কুল এন্ড কলেজ থেকে ১জন পরিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *