পূর্বধলায় বিএনপির মনোনয়ন দৌড়ে এবার ব্যারিস্টার মওদুদ আহমেদ খান

নির্বাচনী হাওয়া বইতে থাকা নেত্রকোণা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন লড়াই এবার আরও জমে উঠেছে। এবার এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুক্তরাজ্য শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান

​আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাঁর পক্ষে সমর্থক ও নেতাকর্মীরা পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

​ব্যারিস্টার মওদুদ আহমেদ খানের মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর অনুসারী ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ড ক্লিন ইমেজ ও উচ্চ শিক্ষিত প্রার্থী হিসেবে তাঁকে মূল্যায়ন করবেন। ব্যারিস্টার মওদুদ দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ এবং দলের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন সমর্থকরা।

​উল্লেখ্য যে, এর আগে গতকাল সোমবার এই আসন থেকে বিএনপির আরও তিন হেভিওয়েট নেতা—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান এবং যুগ্ম আহ্বায়ক সোহেল—মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারও এই আসনের অন্যতম প্রধান দাবিদার।

​ব্যারিস্টার মওদুদ আহমেদ খানের এই অন্তর্ভুক্তি নেত্রকোণা-৫ আসনে বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন যুদ্ধের সমীকরণকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে।

​দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে পূর্বধলা বিএনপির রাজনীতিতে এখন সরগরম অবস্থা বিরাজ করছে। সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে—শেষ পর্যন্ত ধানের শীষের চূড়ান্ত প্রতীক কার হাতে ওঠে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী মনোনয়ন জমা ও বাছাইয়ের প্রক্রিয়া এগিয়ে চলার সাথে সাথে এই আসনে রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *