ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পূর্বধলায় মোমবাতি প্রজ্জ্বলন

সারাদেশে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নেত্রকোনার পূর্বধলায় মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা।

গতকাল শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার  চত্বরে এসব প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এসময় কয়েক’শ শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন হয়। পরে নিহতদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধসহ যত শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। নতুন অন্তবর্তী কালীন সরকারের কাছে আমাদের আবেদন

এ হত্যাকাণ্ডে জড়িতদের যেনো আইনের আওতায় এনে  শাস্তি প্রদান করা হয়। আমরা এক নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

ইতিমধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পূর্বধলায় কয়েকদিন যাবত ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার, বাজার মনিটরিং, বৃক্ষরোপণ সহ নানান কাজ করে মানুষের প্রশংসায় কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *