পূর্বধলায় অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধ: চাচার শাবলের আঘাতে ভাতিজা নিহত, এলাকায় উত্তেজনা ও অগ্নিসংযোগ

নেত্রকোণার পূর্বধলায় তুচ্ছ ঘটনার জেরে আপন চাচার হাতে ভাতিজা খুনের এক নৃশংস ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছোট ইলাশাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহাদুল ইসলাম (৩৫) ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে প্রতিবেশী চাচা নিজাম উদ্দিনের সাথে জিহাদুলের কথা কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে নিজাম উদ্দিন বাড়িতে ফিরে যান। এর কিছুক্ষণ পর নিজাম উদ্দিনের বড় ভাই ও তার সন্তানসহ ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জিহাদুলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জিহাদুলকে লক্ষ্য করে শাবল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ গ্রামবাসী ও নিহতের স্বজনরা অভিযুক্ত নিজাম উদ্দিন ও তার ভাইয়ের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইসলাম উদ্দিন (৬০) ও মুর্তজা (৫০) নামে দুইজনকে আটক করেছে।

​পূর্বধলা থানার ওসি মোঃ দিদারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *