নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে স্কেটিং করতে করতে এক নারীকে হেনস্তা ও বিবস্ত্র করার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে ভিডিওটির নির্মাতারা এখন আত্মগোপনে রয়েছেন।
প্রাথমিকভাবে ভিডিওটি সত্য মনে হলেও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত চিত্রায়ন বা ‘ফানি ভিডিও’। স্কেটিং করা তরুণের নাম রাকিব হাসান (২০), নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন হানিফ (২০) এবং ভিডিওটি ধারণ করেছিলেন তাঁর ভাই রোমান। তথাকথিত বিনোদনের উদ্দেশ্যে তৈরি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলছেন। খেলাফত আন্দোলন নেতা গাজী আব্দুর রহীম রুহি এই অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পূর্বধলা সদরের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, “এই ধরনের ভিডিও স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। জড়িতদের দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন।”
ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দুই ভাই হানিফ ও রোমানসহ জড়িতরা আত্মগোপনে চলে গেছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।