নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।
সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, (পিপিএম) সভার এক পর্যায়ে শ্রেষ্ঠ ওসি নূরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
জানা গেছে, অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, দ্রুত মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জননিরাপত্তা বিধানে বিশেষ দক্ষতা ও আন্তরিকতা প্রদর্শন করায় ওসি নূরুল আলম এই স্বীকৃতি লাভ করেন। জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্বগুণ ও কর্মনিষ্ঠা সহকর্মীদের মধ্যেও ব্যাপক প্রশংসিত হয়েছে।
পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ওসি নূরুল আলম বলেন, “পূর্বধলা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব। জনগণের সেবা প্রদানের লক্ষ্যে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও উদ্দীপনার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ৮ মার্চ পূর্বধলা থানায় যোগদান করেন। এর আগে তিনি ২০২৫ সালের আগস্ট মাসেও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন।