পূর্বধলায় নিখোঁজের পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে আবু সাঈদ ফকির (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

​বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের ঘুমকান্দা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ ফকির ওই এলাকার মৃত আফাজ উদ্দিন ফকিরের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আবু সাঈদ ফকির বাড়ি থেকে পার্শ্ববর্তী গোজাখালি কান্দা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

​পরদিন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের ছেলে মামুন মিয়া প্রতিবেশী আব্দুল জব্বার খানের বাড়ির পূর্ব পাশের পুকুরে তাঁর বাবার ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পুকুর থেকে আবু সাঈদ ফকিরের নিথর দেহ উদ্ধার করা হয়।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *