নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন রাজীবুল হক রাজিব, সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন জাহাংগীর হোসেন আকন্দ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ নূর নবী জুয়েল।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলম রাজিব, সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জিহান চৌধুরির স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেন।
কমিটির সদস্য সচিব শেখ নূর নবী জুয়েল বলেন, “আমাদের মূল কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপির বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডার জবাব দেওয়া। আমরা দায়িত্বশীলভাবে সেই কাজগুলো করার চেষ্টা করব।”