মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে সভায় সূচনা ও সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিম মোস্তফা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের মহান আদর্শ ও চেতনা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, জাতির ইতিহাসে ১৪ ডিসেম্বর একটি কালো অধ্যায়, যেদিন দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।