বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা নেত্রকোণা-৫ এ আলহাজ্ব আবু তাহের তালুকদার

আজ ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ; নেত্রকোণা-৫ এ আলহাজ্ব আবু তাহের তালুকদার

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে।

​এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

​সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি।”

​মির্জা ফখরুল জানান, যে সকল দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের জন্য বেশকিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।”

​ঘোষিত তালিকা অনুযায়ী, গুরুত্বপূর্ণ নেত্রকোণা-৫ আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব আবু তাহের তালুকদারের নাম ঘোষণা করা হয়েছে।

​এই ঘোষণার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার হলো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *