সাকিব আব্দুল্লাহঃ নেত্রকোণা পূর্বধলা উপজেলার ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী।
পরিদর্শন শেষে এডিসি লিজা কেন্দ্রের পরিবেশ ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ভূমি সেবা কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক। এখানে সেবা ফি-এর তালিকা, অনুমতিপত্র এবং মতামত বাক্স রয়েছে। সেবা নিতে আসা নাগরিকদের মতামতও বেশ ভালো পাওয়া গেছে।”
পরিদর্শনকালে পূর্বধলা ভূমি সেবা কেন্দ্রের পরিচালক তুষার দত্ত, ইনচার্জ মো. সোহানুর জামান সোহান এবং অ্যাডভোকেট মো. মাসুদ ফুল দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে স্বাগত জানান।
সরকারি অনুমোদিত এই ভূমি সেবা কেন্দ্রে জমির খাজনা প্রদান, নামজারি, খতিয়ান উত্তোলন, খতিয়ান সংশোধনের আবেদন, সব ধরনের নকশা উত্তোলন, হাল ও সাবেক দাগ চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত সকল আবেদন দাখিল, ডিজিটাল সার্ভে সেবা, খাস দাগ চিহ্নিতকরণ, ব্যক্তিগত নকশা তৈরি, দলিল সম্পাদন, দলিল তল্লাশি, সার্টিফাইড দলিল উত্তোলনসহ ভূমি সংক্রান্ত সব ধরনের কাজ করা হয়।