জমজ দুই ভাইয়ের ৪৮ ঘণ্টার ব্যবধানে মৃত্যু, গ্রামজুড়ে শোকের ছায়া

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বিরল এক হৃদয়বিদারক ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন জমজ দুই ভাই। এ ঘটনা ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানাগেছে, ঘাগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. হাসেন আলী ৫৬ (সাবেক ওয়ার্ড মেম্বার) মৃত্যুবরণ করেন গত ৩ আগস্ট সন্ধ্যা ৬টায়। মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তার জমজ ভাই মো. হোসেন আলী ৫৬ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ৫ আগস্ট ভোরে তিনিও মৃত্যুবরণ করেন।

হাসেন আলী ইউনিয়নের সাবেক জনপ্রিয় মেম্বার ছিলেন। তার পরিবারে রয়েছেন ৭ ছেলে ও ১ মেয়ে। অন্যদিকে হোসেন আলী পেশায় কাঠমিস্ত্রি ছিলেন, তিনি একটি স-মিলে কাজ করতেন। তার স্ত্রী ও ৪ ছেলে, ২ মেয়েকে রেখে পৃথিবী ছেড়ে চলে যান।

হোসেন আলীর জানাজা ৪ আগস্ট সকাল ১১টায় সম্পন্ন হয় নিজ গ্রামে। আর ভাই হাসেন আলীর জানাজা আজ (৫ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো মেঘশিমুল গ্রাম শোকে মুহ্যমান। এলাকাবাসীর মতে, জমজ ভাইয়ের মধ্যে ছিল গভীর বন্ধন। একজন চলে যাওয়ার পর যেন অন্যজনের পক্ষে সেই শূন্যতা সহ্য করা সম্ভব হয়নি।

ঘাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *