নেত্রকোনার পূর্বধলায় মন্দিরের তালা ভেঙ্গে দানবাক্সের টাকা ও তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হোগলা গ্রামে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়ায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে তারা মন্দিরে গিয়ে দেখেন দানবাক্সের তালা ভাঙ্গা ও পাশেই রক্ষিত তাদের ব্যবহৃত তৈজসপত্রও নেই। ওই নৃসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি অসিত সেন জানান, তারা প্রতিমাসে একবার এই দানবাক্সটি খুলতেন। তখন দানবাক্সে প্রায় ৫থেকে ৭হাজার টাকার মতো পাওয়া যেত। এবার প্রায় দানবাক্স খোলার সময় হয়ে ছিল এ মহুর্তেই চুরি হয়। ধারণা করা হচ্ছে চুরেরা প্রায় ৫থেকে ৭হাজার টাকার মতই নিয়ে গেছে। এছাড়া ওই মন্দিরে তারা বছরে একবার ৫দিনের জন্য উৎসব করতেন। তখন প্রতিদিন প্রায় এখানে দুই থেকে আড়াই হাজার মানুষের রান্না ও খাওয়া-দাওয়া মন্দিরের তৈজসপত্র দিয়েই হতো। সকল সরঞ্জাম মন্দিরে থাকায় সে গুলোও চোরেরা নিয়ে গেছে। মন্দির কমিটির উপদেষ্টা কাজল চন্দ পূর্বকন্ঠকে জানান, খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরটি অনেকটা অরক্ষিত সেখানে কোন পাহারাদার না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। তবে চোরকে ধৃত করতে আমাদের পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে ।
পূর্বধলা হোগলা শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়ায় চুরি
