পূর্বধলাবাসীকে আমানুর রশীদ জুয়েলের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বধলা উপজেলাবাসী, আমেরিকা প্রবাসী বাংলাদেশী তথা আমেরিকায় বসবাসরত সকলকে ঈদুল ফিতর ২০২৫ ইং শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন সমাজ সেবক আমেরিকা প্রবাসী আমানুর রশীদ জুয়েল।

ঈদ শুভেচ্ছা বাণীতে আমানুর রশীদ জুয়েল বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের ও খুশির। এই খুশিতে সকল ভেদাভেদ ভুলে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দে আমরা সবাই আনন্দিত হবো।

তিনি আরো বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’ পূর্বধলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *