নেত্রকোনার পূর্বধলায় কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস একই দাবিতে এই কর্মসূচি পালন করে।
জুমার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পূর্বধলা কাচারি মসজিদ সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্টেশন বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুল হক নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৫ আসনের মনোনীত প্রার্থী ও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা।
এরপর, বিকাল ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখা সাব-রেজিস্টার মসজিদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শামীম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিমন। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৫ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা নূরুল ইসলাম হাকিমী।
সবশেষে, বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখা রেল স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ আসনের মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন খান।
এসব সমাবেশে বক্তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন:
১. অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন।
২. আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আগামী নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।