রেল চলাচলে বাধা প্রতিরোধকল্পে পূর্বধলায় সচেতনতামূলক প্রচারণা

নেত্রকোণার পূর্বধলায় ঢাকা বিভাগের রেলওয়ে নিরাপত্তা বাহিনী উদ্যোগে রেল চলাচলে বাধা প্রতিরোধকল্পে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পূর্বধলা স্টেশন প্লাটফর্মে বুকিং সহকারি আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ আরএনবি’র ওসি মেহেদী হাসান। বক্তব্য রাখেন, পোস্টিং হাবিলদার আবুল কালাম, ইউপি সদস্য আঃ কাদির মিয়া প্রমুখ। এসময় বিনা টিকেটে ভ্রমণ, বেআইনিভাবে ছাদে বা ইঞ্জিনে ভ্রমণ, চলন্ত ট্রেনে ইট/পাথর নিক্ষেপ থেকে বিরত থাকা, সরকারি সম্পত্তি ক্ষতি, অবৈধ মালামালা বহন, রেলওয়ের আলোক সংকেত লোকায়িত না করা এবং স্বজনদের নিরাপদে ভ্রমণ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *