দর্পন প্রতিনিধি: ‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বেতন বৈষম্য নিরসন, গ্রেড ও নিয়োগবিধি সংশোধনের দাবিতে লাগাতার কর্ম বিরতী পালন করছেন স্বাস্থ্য সহকারিরা। আজ বৃহস্পতিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচী পালন করছেন তারা। এসময় উপস্থিত ছিলেন দাবি আদায় কমিটির আহ্বায়ক নিরঞ্জন কুমার ভাদুরী, সদস্য সচিব আশরাফুল ইসলাম, মাহাবুব, হাবিবুর রহমান সেলিম, মারুফা আক্তার, শিল্পী আক্তার, এম.এ মালেক প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী ও চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের লিখিত প্রতিশ্রুতিতে স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারি স্বাস্থ্য পরিদর্শক-১২ ও স্বাস্থ্য সহকারিদের ১৩ তম গ্রেড ও টেকনিক্যাল প্রদান করে নিয়োগ সংশোধনের দাবি জানান তারা।
পূর্বধলায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি
