পূর্বধলা বাজারে আগুন, ২ দোকান ভস্মিভূত

নেত্রকোনার পূর্বধলা বাজারের জামতলা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের সর্ট সার্কিটের সৃষ্ট আগুনে ২টি দোকানঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ১১/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিমের মনোহারি দোকানে আগুনের শিখা দেখা যায়। এ সময় পাশের দোকান খায়রুল মিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোণা জেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *