নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার বজ্রপাতে যোবায়ের ফকির (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। যোবায়ের ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের ইছহাজ ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে যোবায়ের ও প্রতিবেশি শিশুরা বাড়ির পাশে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে অন্য শিশুরা দ্রুত বাড়ি ফিরে যায় কিন্তু যোবায়ের পাশেই রাখা একটি ভেকু মেশিনের নিচে আশ্রয় নেয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।