প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাব। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন সংবাদ কর্মীরা।
পূর্বধলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী জুয়েল, সুহাদা মেহজাবিন, সাখাওয়াত হোসেন শিমুল, মোস্তাক আহমেদ খান, আল মনসুর প্রমুখ। প্রতিবাদ সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জায়েজুল ইসলাম।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।