পূর্বধলায় অসহায় ও দুস্থদের মাঝে মুমিনুন্নিসা ফাউন্ডেশন এর সহযোগিতা অব্যাহত

করোনা ভাইরাস মহামারীতে নেত্রকোণার পূর্বধলায় অসহায় ও দুস্থদের মাঝে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ও মুমিনুন্নিসা ফাউন্ডেশন এর ব্যবস্হাপনা পরিচালক, মরহুম এম আর খানের দৌহিত্র, পূর্বধলার সন্তান,আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম এর উদ্যোগে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১৫এপ্রিল) পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ৭- নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন, সাবান শনিবার (১১এপ্রিল) হতে বিতরণ অব্যাহত রয়েছে।

আজিজুর রহমান খান তামিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এমন পরিস্থিতিতে পূর্বধলার ঘর বন্দী মানুষের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *