পূর্বধলায় আজ ১৫ এপ্রিল বুধবার করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে দুই ইউনিয়নের আট জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ দল সন্দেহভাজন ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করেছে।
মেডিকেল টীমে ছিলেন ডাঃ শফিউর রহমান মিশুক(MO), ডাঃ মোঃ ওয়াহিদুর রহমান( MO) , মেডিকেল টেকনোলজিষ্ট(ল্যাব) খায়রুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের HI এবং AHI গন সহযোগিতা করেন।
সন্দেহভাজন ব্যাক্তিরা ধলামুলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের ৭ জন ও গোহালাকান্দা ইউঃ এর জালশুকা গ্রামের ১ জন, তারা কিছুদিন আগে কোভিড ১৯ সংক্রমণ এলাকা ঢাকা ও নারায়গঞ্জ থেকে এসেছে। তাদের চারজনের করোনা ভাইরাস এর উপসর্গ গুলো তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে।
এ অবস্থায় রিপোর্ট না আসা পর্যন্ত বাড়ীর লোকজনকে হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে। প্রসংগত পূর্বধলায় এ পর্যন্ত ২৫ টি নমুনা প্রেরণ করা হয়েছে, যার মধ্যে ৫টি নমুনা নেগেটিভ এসেছিল, বাকী ২০ টি রিপোর্ট অপেক্ষমান আছে।