পূর্বধলায় ৩ জনসহ নেত্রকোনায় ১০জন হোম কোয়ারেন্টাইনে

নেত্রকোনা পূর্বধলায় কলেজ রোড এলাকায় স্পেন থেকে দুই ব্যক্তি এবং হোগলা ইউনিয়নে বাহরাইন থেকে ওই যুবক নিজ এলাকায় আসেন।

এরপর তারা প্রথমে আত্মীয়-স্বজন ও শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করেন। এতে এলাকার লোকজন করোনাভাইরাস আতঙ্কে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে খবর দেন। পরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজ নেয়া হচ্ছে। একই সঙ্গে তাদের পরিবারের লোক-জনদেরও বাইরে চলাফেরা ও মানুষের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে নেত্রকোনায় বিদেশ ফেরত ৫৯ জনের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ১০ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। বাকিদের তথ্য এখনও জানে না জেলা স্বাস্থ্য বিভাগ।

তবে ৫৯ জনের তালিকা পেয়ে বিদেশ ফেরতদের খোঁজ-খবর নিচ্ছে সিভিল সার্জন অফিস। তারা ইতালি, চীন, ওমান, দুবাই, সিঙ্গাপুর, জর্ডান, মালয়েশিয়া, স্পেন ও বাহরাইন থেকে ফেরত। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ জনের মধ্যে নেত্রকোনা শহরের আরামবাগ এলাকায় এক দম্পতি গত ৮ মার্চ ইতালি থেকে নিজ বাসায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *