“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বর্ণাঢ্য ও ফলপ্রসূ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপনের মূল লক্ষ্য ছিল সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পূর্বধলা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান, যিনি আনুষ্ঠানিকভাবে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং এটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মতিউর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা, কমিউনিটি স্পেশালিস্ট সৈয়দা সাদিয়া আফরিন সহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয়। বক্তারা বলেন, সাধারণ একটি অভ্যাস, অর্থাৎ নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ যেমন— ডায়রিয়া, কলেরা, শ্বাসতন্ত্রের সংক্রমণ—প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখে। তারা জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করার গুরুত্ব তুলে ধরেন।
কর্তৃপক্ষ আশা করছে, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পূর্বধলার সাধারণ মানুষ, বিশেষত শিশুরা, স্বাস্থ্যবিধি পালনে আরও বেশি যত্নবান হবে।