নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো পূর্বধলা উপজেলা শাখার বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে পূর্বধলা উপজেলাস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় “দোয়া” এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সভাপতি , আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্ব করেন, সঞ্চালনায় ছিলেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সায়েদ আল মামুন শহীদ ফকির , প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য, আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ফকির হাবিব,সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ নওয়াব,সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু।
অপরদিকে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ ইমরান নেতৃত্বে উপজেলা রেলওয়ে স্টেশানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপি সাবেক সভাপতি হাজী আবদুল গনি, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী সরকার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আ: মান্নান মাষ্টার, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মাহমুদ মোস্তফা ঝলমল, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক আজিম উদ্দিন তাং আরশাদ মিয়া সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Be First to Comment