নেত্রকোনা পূর্বধলায় গত ০১ সেপ্টেম্বর মঙ্গলবার সিভিল সার্জন সূত্রে জানা যায়, ০১ জন করোনায় সনাক্ত হয়েছেন। সনাক্ত ব্যক্তি পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের দ্রুতেন্দ্র দেবের স্ত্রী সবিতা দেবী(৭০)।
সনাক্তদের তথ্য সর্ম্পকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা রুগী ও পরিবার অধিকাংশ ক্ষেত্রে সামাজিকভাবে অসহযোগীতার সম্মুখীন হয়, তাই শুধু এলাকা উল্লেখ করা হয়, যেন ঐ এলাকার মানুষ সচেতন হয়, আর রুগীকে রিপোর্ট সাথে সাথেই জানানো হয় এবং পরবর্তী করণীয় বলা হয়।
পূর্বধলা উপজেলায় কোভিড-১৯ শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে ৫৭ জন সুস্থ্য হয়ে সাভাবিক অবস্থানে ফিরে গেছেন। বর্তমানে নমুনা সংগ্রহের সংখ্যা তুলনা মুলক ভাবে একেবারে কম।