নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে আজ শুক্রবার বিকেলে খলিশাউড় ইউনিয়নের পাবই নামক স্থানে শ্যামগঞ্জগামী একটি ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা জারিয়াগামী দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪২) ও ঋতু আক্তার (৩০) নামক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী আবুল কালাম ও স্ত্রী ঋতু আক্তার শুক্রবার বিকালে অটোরিক্সাযোগে সাউদকান্দী থেকে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। তাদের অটোরিক্সাটি তুলা পাবই নামকস্থানে পেঁৗছলে ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই স্ত্রী ঋতু আক্তার মারা যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় স্বামী আবুল কালাম ও অটোরিক্সা চালক নূর উদ্দিনকে (৩৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।