নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ পূর্বধলা শাখার সাথে উপজেলায় নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসারে’র সাথে মতবিনিময় সভা আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান প্রমুখ। পূর্বধলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত। এ সময় বিভিন্ন ইউনিয়নে’র বীর মুক্তিযোদ্ধা ও সন্তানগণ উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তার বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনে’র সাথে বিগত সময়ে বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা উপজেলা নির্বাহী অফিসার’র সাথে তুলে ধরেন। এছাড়া বক্তব্যে তিনি আগামী দিনে সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলার বিভিন্ন কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যানকে বয়কটের ঘোষণা দেন। পরে পূর্বধলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত। এ সময় বিভিন্ন ইউনিয়নে’র বীর মুক্তিযোদ্ধা ও সন্তানগণ উপস্থিত ছিলেন।
Be First to Comment