দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বেসরকারি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির উদ্যোগে উপজেলার পূর্বধলা সদর, আগিয়া ও ঘাগড়া ইউনিয়নের ২৫ জন ইউপিজি উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) পূর্বধলা এপির অফিস প্রাঙ্গনে নেত্রকোণা এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার হিরিভিটা, উত্তর কালডোয়ার ও মেঘশিমুল গ্রামের ইউপিজি দলের সদস্যদের হাতে এসব গরু তুলে দেন। প্রতি গরুর বাজার মূল্য ২৬ হাজার টাকা হারে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার গরু প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাইভলিহোড টেকনিক্যাল স্পেশালিষ্ট মানস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার খোকন রিচিল, তাপসী সাংমা, নিঝুম সাংমা, মানষী মোদক, হাফিজুল হক, এসএসও ফ্রান্সিলিয়া রুপী গমেজসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Be First to Comment