পূর্বধলায় ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলা থেকে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ  মো. শাহজাহান কবির মতিন (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৬ মার্চ) ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদে গতকাল রাতে উপজেলার ব্রাহ্মণ কড়েহা গ্রামে অভিযান চালিয়ে মতিনকে গাঁজাসহ আটক করা হয়। মতিন ব্রাহ্মণ কড়েহা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদে পূর্বধলার ব্রাহ্মণ কড়েহা গ্রামে অভিযান চালায় র‌্যাব-১৪ এর একটি দল। এসময় শাহজাহান কবির মতিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসত ঘরে লুকিয়ে রাখা ২২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, আটক মতিন একজন মাদক কারবারি চক্রের সদস্য। মাদক কারবারি পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন মতিন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার সকালে পূর্বধলা থানার হস্তান্তর করা হয়। র‌্যাব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, অপরাধ দমন ও মাদকমুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *