ভাষা সৈনিক ইউনুস আলী মন্ডল আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আলহাজ্ব ইউনুস আলী মন্ডল (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩০ মিনিটে নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ভাষা সৈনিকের কর্মময় জীবনে তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ। শেষ জীবনে তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি র্দীঘদিন যাবত বার্ধক্য জনিত নানা সমস্যায় ভোগছিলেন। মরহুমের নামাজের জানাজা আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২.৩০ মিনিটে বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

ভাষা সৈনিক ইউনুস আলী মন্ডল এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ১৬১ নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *