পূর্বধলার হোগলায় আহমদ হোসেন’ র কুশল বিনিময়

নেত্রকোনার পূর্বধলায় নির্বাচিত হওয়ার পর হোগলা ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন ১৬১, নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। রবিবার (২১জানুয়ারি) বিকেলে উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা নানা শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়াও বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সুপরিচিত জামিয়া কাওমিয়া দারুল উলুম সেহলা মাদ্রাসার প্রখ্যাত আলেম হযরত মাওলানা আহমদ হোসেন এর সাথে দেখা করে সার্বিক খোঁজখবর নিয়ে দোয়ার দরখাস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, হোগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন খান, সাবেক ছাত্রনেতা আবুল কালাম তালুকদার সহ দলীয় নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *