নেত্রকোণায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় এর আনুষ্ঠানিক যাত্রাশুরু

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় নেত্রকোণার আনুষ্ঠানিক যাত্রাশুরু হলো। শুক্রবার (১২ জানুয়ারী) ব্রি এর ‘নতুন ০৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি)’ শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণায় “ব্রি আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণা এর শুভ উদ্বোধন করেন পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ সচিব এ কে এম ফজলুল হক। কার্যালয়ের জন্য জমি অধিগ্রহণ এবং নিজস্ব ভবন স্থাপনের পূর্ব পর্যন্ত অস্থায়ীভাবে ভাড়ার অফিসে কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধন পরবর্তী কৃষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব, এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক মো: আশরাফ উদ্দিন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, এলএসটিডি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি এবং প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন। ব্রি’ এর মহাপরিচালক ড. মো. শাহজাহান বলেন, নেত্রকোণার মাটি তাপমাত্রা বৃষ্টিপাত সর্বোপরি সামগ্রিক আবহাওয়া ধান চাষের জন্য খুবই উপযোগী এলাকা । তার পরও ভৌগলিক অবস্থানগত কারণে রয়েছে খরা, আগাম বন্যা, শিলা বৃষ্টিজনিত প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক সমস্যাগুলি যথাযথ নিরুপণ, উপযোগী পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবন, সমাধানের কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং আগাম বন্যা মোকাবেলার উপযোগী জাত উদ্ভাবনের মাধ্যমে এবং ভৌগলিক অবস্থানগত কারণে নেত্রকোণা হতে পারে ধান উৎপাদনে একটি মডেল জেলা। ধান গবেষণা আঞ্চলিক কার্যালয় নেত্রকোণা ধান উৎপাদনে একটি মডেল কার্যালয় হবে বলে মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *