নেত্রকোনার পূর্বধলায় ওড়না গলায় ফাঁস দিয়ে শাহানা আক্তার (২২) নামে এক নারী আত্মহত্যা করেন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পশ্চিমপাড়া গ্রামে নিজ বসত ঘরে শ্বাশুড়ি সেলিনা আক্তার তাকে ঝুলতে দেখে। তিনি ওই বিশকাকুনী ইউনিয়নের মোঃ উজ্জল মিয়া স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ৩টার দিকে শাহানা আক্তার (২২) দুপুরের খাবার খেয়ে নিজ বসত ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যা অনুমান ৭ টায় সময় ভিকটিমের শ্বাশুড়ি সেলিনা আক্তার ভিকটিমকে ডাকতে গেলে কোন সারা না পেয়ে প্রতিবেশী মরিয়ম কে নিয়ে দরজা খুলে দেয়। বাড়ির লোকজন ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পায় ভিকটিম শাহানা আক্তার সুতির ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করিয়াছে।
প্রাথমিক তদন্তে জানা যায় ভিকটিম মানসিক রুগি ছিল মাঝে মাঝেই মাথা ঘুরে পরে যেত। এই ব্যাপারে কবিরাজি চিকিৎসা করা হইয়াছে বলিয়া তাহার নানা রহম আলী জানান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই সানোয়ার হোসেন কে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।