শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে পূর্বধলায় ছাত্রশিবিরের বিক্ষোভ

আমিনুল হকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। স্বতন্ত্র এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করার প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

​উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে মিছিলটি পূর্বধলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা দপ্তর সম্পাদক আতিক হাসান হৃদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক

​প্রধান অতিথির বক্তব্যে আতিক হাসান হৃদয় বলেন, “দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর শিক্ষার্থীরা যখন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার প্রহর গুনছিল, তখন আইনি মারপ্যাঁচে নির্বাচন স্থগিত করা অত্যন্ত দুঃখজনক। এই স্থগিতাদেশ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।”

​বক্তারা অবিলম্বে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত সময়ে শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে আরও কঠোর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *