নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ মোট ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহাসড়কের হিরনপুর ও নারান্দিয়া বাজারের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ২ জন। নিহত দু’জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন: আব্দুল জলিল (৪৫): ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার বাসিন্দা (চালক বলে ধারণা করা হচ্ছে)। শহীদ মিয়া (৪২): নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের বাসিন্দা।
আহত দু’জন হলেন: রেজিয়া আক্তার (৪০): নিহত শহীদ মিয়ার স্ত্রী। একজন অজ্ঞাত নারী যাত্রী।
গুরুতর আহত রেজিয়া আক্তারসহ অজ্ঞাত ওই নারী যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের ওই স্থানে একটি নষ্ট বা বিকল ট্রাক দাঁড়িয়েছিল। দ্রুত গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা পেছন দিক থেকে সরাসরি দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালকসহ ২ জন প্রাণ হারান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্ত শেষে তাঁদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের ধারণা, রাতের আঁধারে এবং চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কের যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পুলিশি হস্তক্ষেপে দ্রুত তা স্বাভাবিক হয়।