জারিয়া লোকাল চালুর দাবিতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে মানববন্ধন

টানা ২০ দিন ধরে বন্ধ থাকা জারিয়া লোকাল ট্রেন অবিলম্বে চালুর দাবিতে ময়মনসিংহের রেলওয়ে স্টেশনে চলছে শান্তিপূর্ণ মানববন্ধন। রেল কর্তৃপক্ষের চরম অবহেলায় ট্রেনটি বন্ধ থাকায় প্রতিদিন হাজারো যাত্রীর চরম ভোগান্তির প্রতিবাদে আজ (২০ অক্টোবর) দুপুরে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

​এই মানববন্ধনে ময়মনসিংহে বসবাসরত পূর্বধলা, জারিয়া, দূর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার বিপুল সংখ্যক বাসিন্দা অংশ নিয়েছেন। এছাড়া স্থানীয় বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমের সাংবাদিকরাও কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জারিয়া লোকাল ট্রেন এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম। ইঞ্জিনের সংকটসহ অন্যান্য অজুহাতে প্রায় তিন সপ্তাহ ধরে ট্রেনটি বন্ধ রাখায় সাধারণ মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন।

​বক্তারা আরও জানান, কর্তৃপক্ষের এই অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে জারিয়া লোকাল ট্রেনটি আগের মতো নিয়মিত এবং সময়মতো চালুর দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *