বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতার ঘটনা ও অন্যান্য অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. মাজহারুল ইসলাম রানাকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) ও গৌরীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল তিনটার দিকে শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চেয়ারম্যান রানা এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় গুলিবর্ষণ, ব্যাটারিচালিত অটোগাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘাগড়া ইউপি চেয়ারম্যান রানার বিরুদ্ধে ঢাকা বাড্ডা থানার মামলা নং- ৫(১১) ২০২৪-এ এজাহারভুক্ত আসামি হিসেবে আরও একটি মামলা রয়েছে।
এ.কে.এম. মাজহারুল ইসলাম রানা বর্তমানে ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার এসআই হানিফ উদ্দিন জানান, রানাকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। গৌরীপুর থানার ওসি মোহাম্মদ দিদারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৯ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।