পূর্বধলায় যৌথবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-অস্ত্র-নগদ টাকাসহ আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ মোছা. মরিয়ম আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদেপুটিকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত পৌনে চারটার দিকে পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ সময় মরিয়ম আক্তারের বসতঘর তল্লাশি করে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৭ হাজার ৫০ টাকা, ছয়টি মোবাইল ফোন এবং একটি বড় ধারালো চাকু উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন যোহায়ের আনজুম। পরে গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তারকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *