নেত্রকোণা পূর্বধলা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। ২৪ অক্টোবর দুপুরে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মনোনীত প্রার্থীরা হলেন— হোগলা ইউনিয়নে নৌকা পেয়েছেন সাইদুল ইসলাম , ঘাগড়া ইউনিয়নে নৌকা পেয়েছেন রেজু মিয়া আকন্দ বর্তমান চেয়ারম্যান , জারিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন মাজেদা খাতুন বর্তমান চেয়ারম্যান , পূর্বধলা ইউনিয়নে নৌকা পেয়েছেন আব্দুল কাদির , আগিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন মোখলেছুর রহমান খান, বিশকাকুনি ইউনিয়নে নৌকা পেয়েছেন লাভলী আক্তার , খলিশাউর ইউনিয়নে নৌকা পেয়েছেন কমল কৃঞ্চ সরকার , নারান্দিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন কুদ্দুস ব্যাপারি , গোহালাকান্দা ইউনিয়নে নৌকা পেয়েছেন সালাহ উদ্দিন চান মিয়া ও বৈরাটি ইউনিয়নে নৌকা পেয়েছেন আলী আহাম্মদ।
আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।