নেত্রকোণার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে আবুল হাসেম খান (৬৯) আত্মহত্যা করেছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের মৃত মজিদ খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টায় আবুল হাসেম সবার অজান্তে বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আবুল হাসেম খান দীর্ঘ দিন যাবত কোমরে ব্যাথা ও শ্বাস কষ্টসহ নানা রোগের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।