নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবের বাজারে আজ শুক্রবার ভোররাতে অগ্নিকান্ডে ৩টি বাসাবাড়িসহ ১০/১২টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোররাত ৩টার দিকে বাজারে আগুন দেখা দেয়। নেত্রকোনা ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে হাদিছ মিয়ার রাইস মিলে বৈদ্যুতিক সর্ট সার্কিটে দুর্ঘটনাটি ঘটতে পারে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাজারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ৩টার দিকে বাজারের হাদিছের রাইছ মিলে হঠাৎ আগুনের সূত্রাপাত হলে মুহূর্তের মধ্যেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বারেক মিয়ার ফার্নিচারের দোকান ও বাসা, কামরুল ইসলামের কাপড়ের দোকান ও বাসা, মোসলেম উদ্দিন, দুলাল মিয়া, জালালের মুদি দোকান, আব্দুর রাজ্জাকের চা স্টল, ওয়াজেদ মিয়ার পোল্ট্রি দোকানসহ ১০/১২টি দোকান ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, গোহালাকান্দা ইউনিয়ন পরিরষদ চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূর্বধলায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
