নেত্রকোনা পূর্বধলায় আজ মঙ্গলবার ১৪ এপ্রিল জারিয়া ইউনিয়নের তুতিরপাড়া গ্রামে নিজেদের পুকুর পাড়ে চাষ করা লাউ চুরি ঠেকাতে পেতে রাখা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্র মারা গেছে।
নিহত সাগর মল্লিক (১৪) তুতিরপাড়া গ্রামের লাউ চাষী সাইফুল মল্লিকের ছেলে ও ময়মনসিংহের রাঘপুর লুৎফর হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাগরের বাবা সাইফুল মল্লিক দীর্ঘদিন ধরে বাড়ির পাশে নিজের পুকুর পাড়ে লাউ চাষ করে আসছেন। এতে তিনি লাউ চুরি ঠেকাতে গোপনে লাউ ক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবার সকালে তারই ছেলে সাগর মল্লিক পুকুর পাড় থেকে লাউ আনতে গিয়ে অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে বলেন, চোর ধরতে এভাবে মানুষ মারার ফাঁদ পেতে রাখা অন্যায়।