পূর্বধলায় করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় করোনা প্রতিরোধ কমিটির সভা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, কমিটির সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আখতার, ওসি মোঃ তাওহীর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম প্রমূখ।
সভায়, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধ ও ভবিষ্যৎ প্রস্তুতির লক্ষ্যে “মাক্স ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ” “মাক্স পরিধান করুন, সেবা নিন” লেখা সম্মিলিত ফেস্টুন ও ব্যানার প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসের সামনে স্থাপন করা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে স্থাপিত ব্লকসমূহ চালু রাখা, ইউনিয়ন ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটি নিশ্চিত করা, সচেতনতামূলক প্রচারণায় মাইকিং অব্যাহত রাখা, মসজিদ-মন্দির অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কে কার্যকর করার জন্য ইসলামিক ফাউন্ডেশন পুরোহিতদের ভূমিকাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যকরী ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *