পূর্বধলায় মুক্তিযোদ্ধা উসমান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নেত্রকোণার পূর্বধলায় মুক্তিযোদ্ধা উসমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল গ্রামে নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
জানাজা নামাযে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিনসহ মুক্তিযোদ্ধা ও সাধারণ শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা উসমান আলী (৭০) শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *