নেত্রকোনায় পূর্বধলা উপজেলার সদর ও আশেপাশের জনগন গত মঙ্গলবার (২৩ জুন) থেকে ডিস সেবা থেকে বঞ্চিত। দর্শকেরা যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানে ঘটে যাওয়া ঘটনা টেলিভিশন চ্যানেলের সংবাদ দেখার জন্যে অপেক্ষা করে। করোনা পরিস্থিতিতে এর চাহিদা আরও বেড়েছে। সংবাদ দেখা, পরিবারের বিনোদন, শিশুদের সময় কাটানো অনেকাংশে নির্ভর করছে টেলিভিশনের উপর। ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে তথা ডিস লাইন সংযোগে বিনোদনপ্রত্যাশী মানুষ টেলিভিশনে দেশ-বিদেশের বিভিন্ন চ্যানেলের সংবাদসহ বিচিত্র অনুষ্ঠান উপভোগ করে। কিন্তু পূর্বধলায় গত দুই দিন থেকে ডিস সংযোগ নেই। এমনি ঘটনা ইতোপূর্বে বহুবার ঘটেছে। কিন্তু স্থায়ী সমাধান পায়নি গ্রাহকেরা। গ্রহকেরা মাসিক বিল দিচ্ছেন আবার প্রতারিত হচ্ছেন।
স্থানিয় টেলিভিশন দর্শক রাশেদ, রিপন ডিস লাইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এর স্থায়ী সমাধান চান।