পূর্বধলা সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে পূর্বধলা সরকারি কলেজ। এ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর প্রিন্সিপাল সিরাজুল ইসলাম অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারোল হক রতনের সভাপতিত্বে প্রভাষক মোহাম্মদ আলী জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য করেন সহকারী অধ্যাপক রতন বর্মন, প্রভাষক সেলিম জাহাঙ্গির, আবু হানিফ তালুকদার রাসেল, খায়রুল আহমেদ শাহ্ হিমেল, শরীরচর্চা শিক্ষক শামসুল হক তালুকদার শামীম, শিক্ষার্থী ফাহিম ও স্বত্ব বাংলাদেশ ছাত্রলীগ পূর্বধলা সরকারি কলেজ শাখার সভাপতি হৃদয় খান নাঈম ও সাধারন সম্পাদক ইশরাক আহমেদ তাঈফ প্রমুখ। অনুষ্ঠানে রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট কলেজ দল সহযোগিতা করে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *