পূর্বধলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই কর্মী সভার অভিযোগ

নেত্রকোণার পূর্বধলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই কর্মী সভা করেছেন বলে অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফ রহমান মাসুম । শুক্রবার (১৯ জুন) উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিলজোড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মী সভার আয়োজন করেছেন বলে সাধারণ মানুষের জানিয়েছে। দু’য়েক জনের মুখে মাস্ক ব্যতিত অধিকাংশের মুখে মাস্ক পরা ছিলনা।

এ বিষয়ে মুঠো ফোনে যোগাযোগ করলে মারুফ রহমান মাসুম বলেন, অনুষ্ঠানে চেয়ারগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে বসানো হয়েছে। আমার টেবিলের সামনে কোন লোকজন বসতে দেওয়া হয়নি, অনেক দূরে দুরে লোকজন ছিল। তাছাড়া আমি এর আগের দিন সামাজিক দুরত্ব বজায় রাখা ঘোষণা দিয়েই অনুষ্ঠান শুরু করেছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক প্রোগ্রামগুলোতে এরকম একটু হয়েই থাকে। তারপরও আমাদের সচেতন থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *